Top Ad unit 728 × 90

স্নেহের পরশ (Sneher Paras)


স্নেহের পরশ (SNEHER PARAS)


এই বিশ্বব্যাপী মহামারী COVID-19 আমাদের দেশ ভারতবর্ষে ছড়িয়ে পড়ায়, আমাদের দেশ 24.03.2020 তারিখ থেকে সম্পূর্ণ লকডাউনের অধীনে রয়েছে। ফলস্বরূপ পশ্চিমবঙ্গের অনেক শ্রমিক যারা দেশের অন্যান্য রাজ্যে কাজের জন্য গেছেন তারা দেশের ভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে আটকে রয়েছেন । তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এই শ্রমিকদের একটি বিশাল সংখ্যক অংশ এখন কোনও ধরণের জীবনযাপনের উপায় ছাড়াই মারাত্মক পরিস্থিতিতে ভিন্ন রাজ্যে জীবনযাপন করছেন। 

পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের বাসিন্দা তথা দেশের ভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে লকডাউনে আটকে পড়া এই অভিবাসীয় কর্মী (Migrant Workers) যারা জীবিকা অর্জন তথা অর্থ উপার্জনের জন্য দেশের ভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানে গেছেন তাদের কথা মাথায় রেখে একটি এককালীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে "স্নেহের পরশ" নামে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। (G.O. No : 106-PSDM & CD /2020 Dated: 20.04.2020.)



প্রকল্পের বিস্তারিত বিবরণ নিম্নে পয়েন্ট আকারে বর্ণনা করা হলো –

প্রকল্প ‘স্নেহের পরশ’ -

এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের বাসিন্দা তথা দেশের ভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে লকডাউনে আটকে পড়া অভিবাসীয় কর্মী (Migrant Workers) যারা জীবিকা অর্জন তথা অর্থ উপার্জনের জন্য এই রাজ্য থেকে দেশের ভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে গেছেন তাদেরকে আর্থিক অনুদান হিসাবে এককালীন ১০০০/- টাকা প্রদান করবে ।

প্রকল্পের জন্য যোগ্যতা –

রাজ্যের যে কোনও শ্রমিক, যারা কারোনা ভাইরাসের (COVID-19) প্রাদুর্ভাবের কারণে চলা সমগ্র দেশ জুড়ে লকডাউনের ফলে দেশের অন্যান্য অঞ্চলে 24.3.2020 তারিখ থেকে আটকে পড়েছেন তারা নিম্নলিখিত শর্তগুলি পূরণের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন –
  • আবেদনকারী শ্রমিককে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • শ্রমিক, যারা সমগ্র দেশ জুড়ে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আটকে রয়েছেন এবং আন্তঃরাষ্ট্রীয় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে রাজ্যে ফিরে আসতে সক্ষম হচ্ছেন না তারা এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী শ্রমিককে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমানের জন্য খাদ্যসাথী কার্ড নম্বর (Khadyasathi Number) বা ভোটার কার্ড নম্বর (EPIC Number) বা আধার কার্ড নম্বর (Aadhaar Number) ও তার বিশদ সরবরাহ করতে হবে।
  • আবেদন প্রাপ্তির পরে জেলা ম্যাজিস্ট্রেট / কমিশনার / কে.ম.সি যাচাই করবে যে আবেদনকারী শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা ও করোনার ভাইরাস (COVID-19) প্রাদুর্ভাবের কারণে সমগ্র দেশ জুড়ে লকডাউনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আটকে রয়েছেন।
এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেতে কীভাবে আবেদন করবেন?
  • যেহেতু দেশের অন্যান্য অংশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার জন্য হার্ডকপি আবেদন জমা নেওয়া সম্ভব নয়, তাই রাজ্য সরকার ‘WestBengal Sneher Paras’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে যাতে আবেদনকারী শ্রমিকরা তার মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করে স্কিমটির সুবিধা পেতে পারেন।
  • আবেদনকারী Google Play Store অথবা পশ্চিমবঙ্গ সরকারের হোম পেজে (www.wb.gov.in.) প্রদত্ত জয় বাংলা লিঙ্ক (Joy Bangla Link) থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে আবেদন করুন।
আবেদনকারীকে আবেদন ফর্মটি পূরণ করার সময় নিম্নলিখিত তথ্য সরবরাহ করতে হবে: (The applicant will have to provide the following details while filling up the application form)
  • ফটোগ্রাফ (Photograph)
  • খাদ্যসাথী কার্ড নম্বর (Khadyasathi Number) অথবা ভোটার কার্ড নম্বর (EPIC Number) অথবা আধার কার্ড নম্বর (Aadhaar Number) ও তার বিশদ বিবরণ। (Details of Khadyasathi Number or EPIC or Voter ID or Aadhaar card)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ (Bank Account details): ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ যেখানে সরকার প্রদত্ত আর্থিক সহায়তা পাঠানো হবে । (Bank account details to which the financial assistance will be credited)
  • মোবাইল নম্বর । (Mobile Number)
  • স্থানীয় যোগাযোগ প্রদানকারী ব্যক্তির বিশদ বিবরণ (Details of Local Contact Person): পশ্চিমবঙ্গে যোগাযোগকারী ব্যক্তির নাম, সম্পর্ক এবং যোগাযোগের নম্বর। (Name, relationship and contact number of the contact person in West Bengal.)
প্রাপ্ত আবেদনের অনুমোদনের প্রক্রিয়া (Approval process of received application)
  • মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদনকারীর প্রেরিত আবেদনটি পশ্চিমবঙ্গ সরকারের হোম পেজে (www.wb.gov.in.) প্রদত্ত জয় বাংলা লিঙ্ক (Joy Bangla Link) এর মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) অথবা কেএমসির (K.M.C.) কমিশনারকে প্রেরণ করা হবে । (The application sent by the applicant through Mobile application will be send to the District Magistrates or Commissioner of KMC in the Sneher Paras link in Jai Bangla link provided in the home page of Government of West Bengal - Egiye Bangla at wwvv.wb.gov.in.)
  • জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) অথবা কেএমসির (K.M.C.) কমিশনার যোগ্যতা মানদণ্ডের সত্যতা অনুযায়ী প্রত্যেকটি আবেদনকারীর আবেদন যাচাই করবেন। (The District Magistrates / Commissioner of KMC shall conduct verification of each applicant with respect to the authenticity of the eligibility criteria.)
  • জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) অথবা কেএমসির (K.M.C.) কমিশনার অনলাইনে যাচাই-বাছাইয়ের পরে যোগ্য বৈধ আবেদনকারীদের অর্থ প্রদানের জন্য অনুমোদন করবেন। (The District Magistrates / Commissioner of KMC after conduct of verification shall online approve the eligible cases for payment.)
  • জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) অথবা কেএমসির (K.M.C.) কমিশনারের অনুমোদনের পরে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (Department of Disaster Management) সরাসরি আবেদনকারী শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান করবে। (After the approval of the District Magistrates or Commissioner of KMC, the Department of Disaster Management shall generate payment mandate for payment of the assistance directly to the bank account of the worker.)
  • অর্থ প্রদানের পরে একটি স্বয়ংক্রিয় এসএমএস (S.M.S.) তৈরি করা হবে এবং আবেদনকারী শ্রমিকের কাছে প্রেরণ করা হবে । (An automatic SMS will be generated after the payment and sent to the worker)
নোডাল বিভাগ (Nodal Department):

পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (Department of Disaster Management, Government of West Bengal) এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

কার্যকর দিন (Effective Date):

এই প্রকল্পটি ২০ শে এপ্রিল, ২০২০ থেকে কার্যকর হবে এবং ২০২০ সালের ৩ মে অবধি কার্যকর থাকবে। (The Scheme will come into effect from 20th April, 2020 and will remain in force till 3rd May, 2020).

Source : (G.O. No : 106-PSDM & CD /2020 Dated: 20.04.2020.)
স্নেহের পরশ (Sneher Paras) Reviewed by Debabrata Dutta on 22:52:00 Rating: 5

No comments:

Website Design Company at Kolkata All Rights Reserved © 2014 - 2019
Developed by Asenwebmedia

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.