Top Ad unit 728 × 90

প্রচেষ্টা প্রকল্পের নুতন অর্ডার (New Order Related to Prachesta Scheme)



প্রচেষ্টা প্রকল্পের নুতন অর্ডার

প্রচেষ্টা প্রকল্পের প্রথম বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর : 1572-F(Y) – তারিখ : ১০ এপ্রিল ২০২০) অনুযায়ী ফর্ম পূরণ করে জমা করার মাধ্যমে আবেদন করার কথা বলা হয়েছিল কিন্তু প্রচেষ্টা প্রকল্পের আবেদনকারীরা ফর্ম জমা দিতে বিভিন্ন সরকারি অফিসে ভিড় করছিলেন। লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত প্রচেষ্টা প্রকল্পের আবেদন ফর্ম গ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

প্রচেষ্টা_প্রকল্পটি_সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন
তার কিছু রূপরেখা রাজ্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

অর্থাৎ কারা এই এককালীন ১০০০ টাকা পেতে পারেন ?

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা (SSY) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।*
৪) পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন । (পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।
৫) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি.ডি.ও, যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।
৭) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৮) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
ওয়েবসাইট - prachestawb.in
৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।
দরখাস্ত কিভাবে করবেন?
১) আবেদনকারীকে *শুধুমাত্র অনলাইনে* *প্রচেষ্টা* (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। *অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।
প্রচেষ্টা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ।

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য।

আবেদন করার শেষ তারিখ ১৫ ই মে।







সূত্র – NO- 05/Prachesta/WBUSWWB (তারিখ – ০২/০৫/২০২০)


Comments

প্রচেষ্টা প্রকল্পের নুতন অর্ডার (New Order Related to Prachesta Scheme) Reviewed by Debabrata Dutta on 20:11:00 Rating: 5

No comments:

Website Design Company at Kolkata All Rights Reserved © 2014 - 2019
Developed by Asenwebmedia

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.